ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
পতনের পাশাপাশি আজ (১০ আগস্ট) ডিএসইতে শেষ কার্যদিবসের তুলনায় লেনদেনও কমেছে অনেক বেশি। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। ডিএসইতে আজ মোট ৭৯৯ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৮৩ কোটি ৪৬ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ২৮৪ কোটি ৩০ লাখ টাকা কম।
ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয় মোট ৩৭৯টি প্রতিষ্ঠান। যার মধ্যে শেয়ারের দাম বেড়েছে মাত্র ২৬টির কোম্পানির। শেয়ারের দাম কমেছে ২৭৯টি কোম্পানির এবং শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আজ ২৩০.৫০ পয়েন্ট বা ১.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২০৭.৯০ পয়েন্টে। আজ সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে মাত্র ২৪টির, শেয়ার দর কমেছে ১৯১টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। আজ সিএসইতে ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।