বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। এর প্রেক্ষিতে ব্যাংকে লেনদেনের সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত (৬ ঘণ্টা) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ২৪ আগস্ট থেকে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক-কোম্পানীর লেনদেনের সময়সূচি হবে সকাল ৯:০০ ঘটিকা
হতে অপরাহ্ন ৩:০০ ঘটিকা পর্যন্ত।
নির্দেশনায় লেনদেন পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে মধ্যে সকল কর্মকর্তা/কর্মচারীকে অফিস ত্যাগ করার আদেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।