তুরস্ক আরও জানিয়েছে, আরও তিনটি জাহাজে ইউক্রেনের শস্য বোঝাই করা হচ্ছে।
এদিকে, ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী ওলেকজ্যান্ডার কুবরাকভ জানিয়েছেন, গত শুক্রবার পর্যন্ত ইউক্রেনের ৩টি বন্দর থেকে ৪৪টি জাহাজ খাদ্যশস্য নিয়ে বিশ্বের ১৫টি দেশে গেছে।
এসব জাহাজে করে ১০ লাখ টন শস্য রপ্তানি করা হয়েছে। ইউক্রেন প্রতিমাসে অন্তত ৩০ লাখ টন শস্য রপ্তানি করতে চায়।
উল্লেখ্য, গত ২২ জুলাই তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চুক্তি হয়।