ইউক্রেনের শস্য নিয়ে বন্দর ছাড়ল আরও তিন জাহাজ

ইউক্রেনের শস্য নিয়ে বন্দর ছাড়ল আরও তিন জাহাজ
ইউক্রেনের বন্দর থেকে খাদ্যশস্য বোঝাই করে আরও তিনটি জাহাজ কৃষ্ণ সাগর দিয়ে তুরস্কের দিকে রওয়ানা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত জুলাই মাসে ইস্তানবুলে করা চুক্তির আওতায় এসব শস্য রপ্তারি করছে ইউক্রেন। খবর আনাদোলুর।

তুরস্ক আরও জানিয়েছে, আরও তিনটি জাহাজে ইউক্রেনের শস্য বোঝাই করা হচ্ছে।

এদিকে, ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী ওলেকজ্যান্ডার কুবরাকভ জানিয়েছেন, গত শুক্রবার পর্যন্ত ইউক্রেনের ৩টি বন্দর থেকে ৪৪টি জাহাজ খাদ্যশস্য নিয়ে বিশ্বের ১৫টি দেশে গেছে।

এসব জাহাজে করে ১০ লাখ টন শস্য রপ্তানি করা হয়েছে। ইউক্রেন প্রতিমাসে অন্তত ৩০ লাখ টন শস্য রপ্তানি করতে চায়।

উল্লেখ্য, গত ২২ জুলাই তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চুক্তি হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া