পাশাপাশি আজ সূচকের সাথে টাকার অংকে গতকালের চেয়ে লেনদেনের পরিমাণও বেড়েছে। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২ হাজার ৫ কোটি ৬৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৩৬ কোটি ৩৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ৭৬৯ কোটি ৩০ লাখ টাকার।
ডিএসইতে আজ মোট ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩৫টির এবং ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আজ ১০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার পয়েন্টে। আজ সিএসইতে হাত বদল হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দর। আজ সিএসইতে ৭০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।