পাঁচ মাস পর হাসলো কোহলির ব্যাট, ভারতের বড় সংগ্রহ

পাঁচ মাস পর হাসলো কোহলির ব্যাট, ভারতের বড় সংগ্রহ
এশিয়া কাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে এসে ব্যাট হাসলো কিং কোহলির। আর এদিন ২  উইকেট হারিয়ে ১৯২ রান জমা করে ভারত। ম্যাচটিতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান হংকংয়ের অধিনায়ক নিজাকত খান।

এ ম্যাচটিতে হাফসেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। এর মাধ্যমে পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটির দেখা পেয়েছেন তিনি। কোহলি ৪৪ বল খেলে ৫৯ রান করে অপরাজিত থাকেন।

তাছাড়া সুরাইয়া কুমার যাদবও ফিফটি করেছেন। তিনি ২৬ বল খেলে ৬৮ রান করে অপরাজিত  ছিলেন। দলের ওপেনার লোকেশ রাহুল ৩৯ বলে ৩৬ এবং রোহিত শর্মা ১৩ বল খেলে ২১ রান করেন।

অন্যদিকে হংকংয়ের হয়ে একটি করে উইকেট তুলে নেন আয়ুশ শুকলা ও মোহাম্মদ গাজানফার একটি করে উইকেট তুলে নেন। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেনে টি ২০ ম্যাচে ৫২ রান করেছিলেন বিরাট কোহলি। এরপর টানা তিনটি ম্যাচে পঞ্চাশের ঘর ছুঁতে পারেননি।

অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে জানুয়ারীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৫ রান করেছিলেন তিনি। এরপর টানা পাঁচটি ম্যাচে সাফল্য পাননি তিনি।

আর টেস্টে সর্বশেষ ৫০ রানের ঘর ছুঁয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ বছরের জানুয়ারীতেই। এরপর টানা চারটি ম্যাচে হাসেনি তার ব্যাট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়