খাদ্য-জ্বালানির মূল্য বাড়ায় ইউরোজোনে মূল্যস্ফীতিতে রেকর্ড

খাদ্য-জ্বালানির মূল্য বাড়ায় ইউরোজোনে মূল্যস্ফীতিতে রেকর্ড
ইউরোজোনে মূল্যস্ফীতির হার বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই অঞ্চলটিতে লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতির হার। আগস্টে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়ায়। খাদ্য ও জ্বালানির দাম বেড়ে আকাশচুম্বী হওয়ায় মূলত এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি। এর আগে রয়টার্সের জরিপে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের পূর্বাভাস দেওয়া হয়। গত নয় মাস ধরেই অঞ্চলটিতে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, যা শুরু হয় ২০২১ সালের নভেম্বরে। জুলাইতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৯ শতাংশে।

ইউরোস্ট্যাট বুধবার জানায়, জ্বালানিতে বার্ষিক মূল্যস্ফীতি সর্বোচ্চ ৩৮ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ের ৩৯ দশমিক ৬ শতাংশ থেকে সামান্য কম। তবে খাদ্য, অ্যালকোহল ও টোবাকোতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৬ শতাংশে, যা জুলাইয়ের ৯ দশমিক ৮ শতাংশ থেকে বেশি।

তাছাড়া পোশাক, গৃহস্থালী যন্ত্রপাতি ও গাড়িতে মূল্যস্ফীতি গত বছরের তুলনায় ৫ শতাংশ বেড়েছে। গত মাসে শূন্য দশমিক পাঁচ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। যেখানে পরিষেবার মূল্য বার্ষিকভিত্তিতে ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া