সূত্র মতে, আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) বিকন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২৭.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০১.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা বা ৭.৯২ শতাংশ কমেছে। এর মাধ্যমে রোববার (১১ সেপ্টেম্বর) বিকন ফার্মা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ৭.৪৩ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর কমেছে ৬.৯৭ শতাংশ।
আজ ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- ফাস ফাইনান্স, পেপার প্রসেসিং, সোনারগাঁও টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মা, মালেক স্পিনিং, তমিজউদ্দিন টেক্সটাইল ও সিলভা ফার্মা।