বাড়তে থাকা মূল্যস্ফীতিতেও লাভ করবে উবার: সিইও

বাড়তে থাকা মূল্যস্ফীতিতেও লাভ করবে উবার: সিইও
বিশ্বে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি বাড়ছে। গ্যাসের দাম কমার পরেও ভোক্তা মূল্য সূচক দশমিক ১ শতাংশ বৃদ্ধি পায়। মূল্যস্ফীতির এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও উবার মুনাফা করতে পারার ইঙ্গিত দিয়েছেন কোম্পানিটির সিইও দারা খোসরোশাহি।

কোম্পানিটির সিইওর এমন নিশ্চয়তার পরেও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নাসডাকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উবারের শেয়ার দর কমে ৩ শতাংশ। এদিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নাসডাক কম্পোজিট সূচকটি কমে ৫ দশমিক ১৬ শতাংশ, পয়েন্ট হারায় ৬৩২। এছাড়া নাসডাক-১০০ সূচকটি কমে ৫ দশমিক ৫৪ শতাংশ। এসময় সূচকটি পয়েন্ট হারায় ৭০৬। শেয়ারবাজারটির প্রধান প্রধান সূচকের পতন হলে এর প্রভাব পুরো বাজারে ছড়িয়ে পড়ে। ফলে উবারের মতো কোম্পানিরও দাম কিছুটা কমে।

তিনি বলেন, মূল্যস্ফীতির এমন পরিবেশের মধ্য থেকেও উবার অধিক লাভ করতে পারবে। কেননা মানুষের খরচ অধিকহারে বেড়ে গেছে। মুদির দোকানের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেও এখন মানুষকে অধিক অর্থ খরচ করতে হয়। এসব মানুষ উবারের গাড়ি চালানোর আগ্রহ দেখাচ্ছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ৭২ শতাংশ উবার চালক মূল্যস্ফীতির বিষয়টি উল্ল্যেখ করেছেন। ড্রাইভ করার জন্য এসব চালকদের সাইনআপের মূল বিষয় ছিলো মূল্যস্ফীতি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া