কোম্পানিটির সিইওর এমন নিশ্চয়তার পরেও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নাসডাকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উবারের শেয়ার দর কমে ৩ শতাংশ। এদিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নাসডাক কম্পোজিট সূচকটি কমে ৫ দশমিক ১৬ শতাংশ, পয়েন্ট হারায় ৬৩২। এছাড়া নাসডাক-১০০ সূচকটি কমে ৫ দশমিক ৫৪ শতাংশ। এসময় সূচকটি পয়েন্ট হারায় ৭০৬। শেয়ারবাজারটির প্রধান প্রধান সূচকের পতন হলে এর প্রভাব পুরো বাজারে ছড়িয়ে পড়ে। ফলে উবারের মতো কোম্পানিরও দাম কিছুটা কমে।
তিনি বলেন, মূল্যস্ফীতির এমন পরিবেশের মধ্য থেকেও উবার অধিক লাভ করতে পারবে। কেননা মানুষের খরচ অধিকহারে বেড়ে গেছে। মুদির দোকানের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেও এখন মানুষকে অধিক অর্থ খরচ করতে হয়। এসব মানুষ উবারের গাড়ি চালানোর আগ্রহ দেখাচ্ছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ৭২ শতাংশ উবার চালক মূল্যস্ফীতির বিষয়টি উল্ল্যেখ করেছেন। ড্রাইভ করার জন্য এসব চালকদের সাইনআপের মূল বিষয় ছিলো মূল্যস্ফীতি।