বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট বিক্রি শেষ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট বিক্রি শেষ

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা এই আশরকে সামনে রেখে টিকিট বিক্রি শেষ হয়েছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের।





এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথম ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং রানার আপ নিউজিল্যান্ড। পাশাপাশি দুই দেশের লড়াইকে কেন্দ্র করে উন্মাদনার কোনো কমতি থাকছে না। উইলিয়ামসন-ফিঞ্চরা মাঠে নামার ৮ দিন আগেই শেষ ম্যাচের টিকিট। সিডনিতে ২২ অক্টোবর লড়বে গত বারের দুই ফাইনালিস্ট।





২৭ অক্টোবরের আর কোনো টিকিট অবশিষ্ট নেই। এছাড়া একইদিনে ভারতের ম্যাচও রয়েছে। রোহিত শর্মার দল খেলবে কোয়ালিফাইয়ারের ‘এ’ গ্রুপ রানার্সআপের বিপক্ষে। এক টিকিটেই দেখা যাবে এই দুটি ম্যাচ। এর আগে মাত্র ১০ মিনিটের মধ্যেই বিক্রি হয়েছে ২৩ তারিখের ম্যাচের টিকিট। সে ম্যাচে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্নে।





টিকিট বিক্রিতে দর্শকদের এমন সাড়া দেখে দারুণ খুশি আয়োজকেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিচেল এনরাইট এ নিয়ে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া টুর্নামেন্ট। এই রোববার গিলংয়ে টুর্নামেন্টের প্রথম দিন এবং পরের সপ্তাহে সুপার টুয়েলভের প্রথম দিনের খেলা দেখতে দর্শকেরা যে বিপুল আগ্রহ দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত। অক্টোবরে স্টেডিয়ামভর্তি ক্রিকেট দেখতে দারুণ লাগবে।’


আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে