এসআইবিএলের মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সের অর্থ ব্যবহার করে সংশ্লিষ্ট শাখায় মুদারাবা সঞ্চয়ী হিসাব খুললে বিদ্যমান মুনাফার হার থেকে অতিরিক্ত এক শতাংশ বেশি মুনাফা প্রদান করা হবে। একইভাবে মুদারাবা মেয়াদি আমানত হিসাব খুললে বিদ্যমান মুনাফা হার থেকে অতিরিক্ত ০.৫০ শতাংশ মুনাফা বেশি প্রদান করা হবে। প্রবাসীরা বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে এসআইবিএল থেকে বিনিয়োগ সুবিধা নিলে সংশ্লিষ্ট বিনিয়োগ হিসাবে বিদ্যমান হারের চেয়ে এক শতাংশ কম মুনাফা গ্রহণ করবে এবং নিয়মিতভাবে রেমিট্যান্সের আয় থেকে কিস্তি পরিশোধ করা হলে মুনাফার ১০ শতাংশ ফেরত দেয়া হবে।
যেকোনো প্রবাসী দেশে ফিরে ব্যবসা করতে চাইলে ৩০ শতাংশ অর্থ রেমিট্যান্সের সঞ্চয় থেকে প্রদান করে বাকি ৭০ শতাংশ অর্থ এসআইবিএল থেকে বিনিয়োগ নিতে পারবেন যার ওপর চলতি হারের চেয়ে এক শতাংশ কম মুনাফা গ্রহণ করা হবে। এছাড়াও কোনো প্রবাসী বাংলাদেশির মুদারাবা সঞ্চয়ী হিসাবে গড়ে প্রতি মাসে ১০ লাখ টাকা জমা থাকলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে আসার টিকেট প্রদানসহ বাড়ি পৌঁছে দেয়া এবং প্রতি মাসে ২৫ লাখ টাকা জমা থাকলে বিদেশ থেকে বাংলাদেশ বিমানে আসা যাওয়ার রিটার্ন টিকেট প্রদান করবে এসআইবিএল।
বৈধ পথে প্রবাসীদের যেকোনো পরিমাণ রেমিট্যান্সের ওপর ব্যাংক দুই শতাংশ প্রণোদনা দিচ্ছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের দেশব্যাপী বিস্তৃত ১৬১টি শাখা, ৪০টি উপশাখা এবং ১৩৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স সেবা নিতে পারছেন।