প্রাইম ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
প্রাইম ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রাইম ব্যাংকের এএমএল অ‌্যান্ড সিএফটি ডিভিশন এর উদ্যোগে সম্প্রতি ঢাকার স্থানীয় একটি কনফারেন্স হলে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক মো. আরিফুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। এছাড়া, স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এসইভিপি ও উপ-প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

প্রাইম ব্যাংকের ঢাকা অঞ্চলের ১৯টি শাখার অপারেশন ম্যানেজারসহ মোট ১১৭ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৪টি সেশনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। রিসোর্স পার্সন হিসেবে সেশনসমুহ পরিচালনা করেন বিএফআইইউ’ এর অতিরিক্ত-পরিচালক মো. মাসুদ রানা এবং প্রাইম ব্যাংকের এএমএল অ‌্যান্ড সিএফটি ডিভিশনের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা