ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনভর ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৩৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, দর কমেছে ১১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩২টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৩৩ কোটি ৫৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৬৯ কোটি ২৫ লাখ টাকার।
অর্থসংবাদ/এনএন