নারী-পুরুষ দুজনের বোঝাপোড়া ও ভালোবাসার কারণেই একটি সম্পর্ক পরিণতি পায়। সম্পর্ক টিকিয়ে রাখতে সবাই যে যার নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন।
ঠিক তেমনই নারীরাও সম্পর্ক টিকিয়ে রাখতে ও দীর্ঘস্থায়ী করতে সব সময়ই সতর্ক থাকেন। সঙ্গী যেন তার কোনো কাজে মনে কষ্ট না পান সেদিকেও বিশেষ লক্ষ্য রাখেন নারীরা। এমনকি সঙ্গীকে খুশি রাখতে এমন অনেক বিষয় আছে যা নারীরা নিজের মধ্যেই লুকিয়ে রাখেন।
বিশেষজ্ঞদের কথায়, কিছু কিছু বিষয় আছে যা বুঝে শুনেই স্বামী বা প্রেমিকের কাছে গোপন করেন নারীরা। চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো নারীরা সঙ্গীর কাছে গোপন রাখতে পছন্দ করেন-
শারীরিক বিভিন্ন সমস্যা
শারীরিক বিভিন্ন সমস্যা কথা নারীরা সঙ্গীর কাছে সহজে প্রকাশ করেন না। সঙ্গী যাতে তাকে নিয়ে অযথা উদগ্রীব না হন এ কারণে শরীর খারাপের কথা লুকান অনেক নারীই। তবে সঙ্গী হিসেবে আপনার কিন্তু উচিত সঙ্গীনীর সব বিষয়ে খেয়াল রাখা।
অফিসের কথা
বেশিরভাগ নারীই ব্যক্তিগত জীবন ও কর্মজীবন আলাদা রাখতে পছন্দ করেন। এ কারণে অফিসের বিভিন্ন বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে তেমন কথা বলেন না নারীরা।
অনেকে নারীই অফিসে নানা ধরনের সমস্যার সম্মুখীন হন, তবুও তা নিজের মধ্যেই রাখেন নারীরা। আসলে অফিসের চাপ যাতে পরিবার ও প্রিয়জনের উপরে না পড়ে সে কারণেই নারীরা এ বিষয় লুকিয়ে রাখেন।
অর্থ প্রসঙ্গে
নারীরা খুব সহজেই টাকা জমাতে পারেন। তবে ঠিক কত টাকা তার জমানো আছে এ বিষয়টি সঙ্গীর কাছে গোপন করেন নারীরা।
এসব বিষয় একজন স্ত্রী তার স্বামীর কাছে গোপন করেন, তার মানে এই নয় যে তিনি প্রতারণা করছেন। ঠিক একইভাবে দেখা যাবে পুরুষের বিভিন্ন বিষয় সম্পর্কেও তার প্রেমিকা কিংবা স্ত্রী সবটুকু জানেন না।
তবে দাম্পত্যে গোপনীয়তা রাখা উচিত নয়। বিভিন্ন সমস্যায় একে অন্যকে মনের কথা খুলে বলুন। এতে ওইসব সমস্যার সমাধান আরও দ্রুত করা সম্ভব হবে। এমনকি ভালো থাকবে সম্পর্কও।