ইলন মাস্কের কারণেই টুইটার ছেড়েছেন অ্যাম্বার

ইলন মাস্কের কারণেই টুইটার ছেড়েছেন অ্যাম্বার
ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর অ্যাম্বার হার্ডের সাথে অনেক হলিউড সেলিব্রিটি তাদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

টুইটারে 'দ্যাট আমব্রেলা গাই' নামে একটি অ্যাকাউন্ট অ্যাম্বারের টুইটার অ্যাকাউন্টের একটি ছবি শেয়ার করেছে যাতে লেখা ছিল, এই অ্যাকাউন্টটি বিদ্যমান নেই। স্ক্রিনশটের ক্যাপশনে লেখা ছিল, অ্যাম্বার হার্ড তার টুইটার মুছে দিয়েছে।

এই তথ্যের প্রতিক্রিয়া জানিয়ে একজন মন্তব্য করেছেন, তিনি নিজের যত্ন নিচ্ছেন তাই খুশি। আরও একজন মন্তব্য করেছেন, প্রাক্তন প্রেমিক ইলন তাকে এটি মুছে ফেলতে বলেছিল। এছাড়া অ্যাম্বার এখন তার চেকমার্ক রাখার জন্য মাসিক ফি বহন করতে পারে না বলে আরও একজন মন্তব্য করেছেন।

হার্ড তার টুইটার হ্যান্ডেল মুছে ফেলার বিষয়ে অনেকে জল্পনা পোস্ট করেছেন। তবে কেন তিনি টুইটার ছেড়েছেন তা এখনও স্পষ্ট নয়।

জনির সাথে অ্যাম্বারের বিচ্ছেদ হওয়ার পর, তিনি ইলন মাস্কের সাথে সম্পের্ক জড়ান। এবং ২০১৬ সালে শিরোনামে আসেন। তবে উভয়েই তাদের সম্পর্ককে কম গুরুত্ব দিয়েছেন। এক বছর সম্পের্কর পর তারা আলাদা হয়ে যায়। এরপর ২০১৮ সালে তারা আবারও এক সঙ্গে থাকতে শুরু করলেও তা কয়েক মাস পরে আবার বিচ্ছেদ ঘটে।

সম্প্রতি, সারা বেরিলেস, কেন অলিন, টনি ব্র্যাক্সটনের মতো অনেক হলিউড সেলিব্রিটি টুইটার ছেড়েছেন।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া