দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। আর আসরটিকে সামনে রেখে দল ঘোষণা করছে দলগুলো। এবার সে তালিকায় নাম লেখালো ফ্র্যান্স। সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়নরা এবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছে।
ঘোষিত সেই দলে নেই পল পগবা ও কান্তে। চোটের কারণে তারা দল থেকে বাদ পড়েছেন। গতবারের বিশ্বকাপ ফাইনালে গোল করেন পগবা। এবার তার অনুপস্থিতি প্রভাব ফেলতে পারে এমনটিই মনে করছেন সমর্থকরা।
বিশ্বকাপে এবার গ্রুপ ডি-তে খেলবে দুবারের বিশ্বকাপজয়ী দল ফ্র্যান্স। তাদের সঙ্গে একই গ্রুপে আছে অস্ট্রেলিয়া, তিউনিশিয়া ও ডেনমার্ক।
২৩ নভেম্বর কাতারের আল ওয়াকরাহ স্পোর্টস কমপ্লেক্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ফ্রান্স।
ফ্রান্সের বিশ্বকাপ দল
গোলরক্ষক: অ্যালফন্স অ্যারিওলা, হুগো লোরিস, স্টিভ ম্যানড্যানডা।
রক্ষণভাগ: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনিল কিমপেমবে, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, বেনজামিন প্যাভারড, উইলিয়াম শালিবা, ডায়ট উপামেক্যানো, রাফেল ভ্যারান
মাঝমাঠ: ইডুয়ার্ডো কামাভিঙ্গা, ইউশুফ ফোফানা, মাতিও গুয়েনডৌজি, এড্রিয়ান রাবিওট, অউরেলিন চৌয়ামেনি, জর্ডান ভেরেটাউট
স্ট্রাইকার: কারিম বেনজেমা, কিংস্লে কোমান, ওউসমান ডেমবেলে, ওলিভিয়র জিরু, আন্টন গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে এবং ক্রিশথোপার কুঙ্কু।
অর্থসংবাদ/কেএ