তারা বিশ্বাস করে দুঃসময় চিরদিন থাকে না
সফল ও সেরা ব্যক্তি কখনো দুঃসময় আঁকড়ে থাকে না। অন্যদিকে ব্যর্থরা দুঃসময়কেই চিরকালীন মনে করে। সফল ব্যক্তি মনে করে যে দুঃসময় ক্ষণস্থায়ী, এটি চিরদিন থাকবে না। তারা নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করে, সেইসঙ্গে করে কঠোর পরিশ্রমও। ফলে অবস্থার পরিবর্তন হতে সময় লাগে না। সফলতার চূড়ান্ত পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত তারা প্রচেষ্টা থামায় না।
তাদের দেরি করার অভ্যাস থাকে না
সফল বা সেরা ব্যক্তিদের মধ্যে একটি বিষয়ে খুব মিল দেখতে পাবেন, তারা কখনো দেরি করে না। তারা কোনো কাজই পরবর্তীতে করার জন্য ফেলে রাখে না এবং প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করার চেষ্টা করে। দেরি কিংবা অলসতার কারণে তারা যে প্রতিনিয়ত পিছিয়ে পড়তে পারে, একথা তারা খুব ভালো করেই জানে।
অর্থসংবাদ/এনএন