৪৪ বছর পর মুখোমুখি ওয়েলস ও ইরান

৪৪ বছর পর মুখোমুখি ওয়েলস ও ইরান

বলা যায়, একেবারেই অচেনা প্রতিপক্ষের সামনে পড়তে যাচ্ছে ওয়েলস ও ইরান। এর আগে একবার দেখা হয়েছিল তাদের, সেটাও ৪৪ বছর আগে একটি প্রীতি ম্যাচে। 





কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপে আগামী শুক্রবার প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবার মুখোমুখি হবে এই দুই দল। আহমেদ বিন আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু মাঠের লড়াই। 





এর আগে দুই দলের আরও কিছু পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক। 





* ৬৪ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ওয়েলস। বিশ্বকাপে তারা প্রথম ও এর আগে শেষবার খেলেছিল ১৯৫৮ আসরে। সেবার কোয়ার্টার-ফাইনালে উঠেছিল দলটি।





* মেজর টুর্নামেন্টে গ্যারেথ বেলের চেয়ে বেশি গোল নেই ওয়েলসের কোনো খেলোয়াড়ের। এবারের আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে তার সফল স্পট কিকে ড্র করে ওয়েলস। বড় প্রতিযোগিতায় এই ফরোয়ার্ডের মোট গোল হলো চারটি। 





* ‘বি’ গ্রুপে ইরান রয়েছে তলানিতে। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তারা হেরেছিল ৬-২ গোলে। গোল পার্থক্যে অনেক পিছিয়ে পড়েছে দলটি। 





* এখন পর্যন্ত বিশ্বকাপে কখনও গ্রুপ পর্ব পার করতে পারেনি ইরান। বিশ্ব মঞ্চে শেষ ১১ ম্যাচে তারা জিতেছে কেবল একটি, ২০১৮ সালে রাশিয়া আসরে মরক্কোর বিপক্ষে ১-০ গোলে। 





* এর আগে একবারই মুখোমুখি হয়েছে ইরান ও ওয়েলস। ১৯৭৮ সালের ওই প্রীতি ম্যাচে ফিল ডয়ারের গোলে ১-০ তে জিতেছিল ওয়েলস।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে