আজ বৃহস্পতিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এ তথ্য জানিয়েছে। এনএইচসি সব সময় উপসর্গযুক্ত ও উপসর্গবিহীন রোগীদের আলাদা করে হিসাব করে থাকে। তবে এর মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জনস হপকিনস ইউনিভার্সিটির হিসাবে, চীনের এখন করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ৮৮ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৭৭ জন।
এ পরিস্থিতিতে চীন ব্যাপকভাবে করোনা পরীক্ষা শুরু করেছে। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ওয়াং শিয়াংপিং বলেছেন, জুলাইয়ের শেষ নাগাদ চীন দৈনিক ৪৮ লাখ ৪০ হাজার নমুনা পরীক্ষা করেছে।
ব্যাপকভিত্তিক এই করোনা পরীক্ষার কার্যক্রম পরিচালনা করছে দেশব্যাপী প্রায় ৫ হাজার মেডিকেল ইনস্টিটিউট এবং ৩৮ হাজার টেকনিশিয়ান।
ওয়াং বলেন, হাসপাতাল, ডিজিস কন্ট্রোল সেন্টার, বন্দর ও কাস্টম এবং থার্ডপার্টি টেস্টিং এজেন্সিগুলোতে প্রায় ২০ কোটি টেস্টিং কিট সরবরাহ করা হয়েছে।
সূত্র: সিএনএন