বিশ্ববাজারে গমের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববাজারে গমের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববাজারে আবারও নিম্নমুখী হয়ে উঠেছে গমের দাম। গেল শুক্রবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) শস্যটির দাম কমে তিন মাসের সর্বনিম্নে নেমেছে। খবর বিজনেস রেকর্ডার।





জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক গম রফতানি বেড়েছে। ফলে ব্যবসায়ীদের মাঝে প্রতিযোগিতা আরো জোরদার হয়েছে। বিশেষ করে কৃষ্ণ সাগরীয় বন্দর থেকে স্বল্পমূল্যের গমের সঙ্গে পাল্লা দিয়ে রফতানি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের রফতানিকারকরা। এছাড়া স্থিতিশীল সরবরাহ ও দুর্বল চাহিদা তো রয়েছেই।





এদিকে ভুট্টার দামও কমেছে। তবে ঘুরে দাঁড়িয়েছে সয়াবিনের বাজার। শিকাগো বোর্ড অব ট্রেডে শুক্রবার গমের দাম আগের কার্যদিবসের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি বুশেলের মূল্য দাঁড়িয়েছে ৭ ডলার ৬১ সেন্টে। ১৯ আগস্টের পর এটিই সর্বনিম্ন দাম।





বৈরী আবহাওয়ার কারণে অন্য শীর্ষ উৎপাদক দেশগুলো উৎপাদন নিয়ে দুশ্চিন্তা তাবে রাশিয়ার আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর রেকর্ড পরিমাণ গম উৎপাদনের প্রত্যাশা করছে দেশটি। ফলে রফতানিতেও প্রবৃদ্ধির প্রত্যাশা তাদের। সব ঠিক থাকলে ২০২৩ বাণিজ্যবর্ষে ৫ কোটি ৩০ লাখ থেকে ৫ কোটি ৪০ লাখ টন গম রফতানি করা হবে। অন্যদিকে চুক্তি সম্প্রসারণ হওয়ায় ইউক্রেনের রফতানিও বাড়ার প্রত্যাশা রয়েছে।





মার্কিন কৃষি বিভাগ বলছে, ২৪ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্র ১ লাখ ৬২ হাজার টন গম রফতানি করেছে। এর পরের সপ্তাহগুলোয়ও রফতানি বেড়েছে লক্ষণীয় মাত্রায়। তবে পার্শ্ববর্তী দেশ কানাডায় উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ফ্রান্সের উৎপাদন নিয়ে আশাবাদী বাজারসংশ্লিষ্টরা।





উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, গত মাসে খাদ্যশস্যের মূল্যসূচক এক মাসের ব্যবধানে ১ দশমিক ৩ শতাংশ কমেছে। যদিও এটি গত বছরের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেশি। গত মাসে বিশ্ববাজারে গমের দাম আগের মাসের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ এবং ভুট্টার দাম ১ দশমিক ৭ শতাংশ কমেছে। কৃষ্ণসাগরীয় খাদ্যশস্য রফতানি চুক্তি সম্প্রসারণই দাম কমিয়েছে। তবে চালের দাম আগের মাসের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে।





অর্থসংবাদ/এসএম


আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া