দ্বিতীয় জয়ের খোঁজে এদিন মাঠে নামবে সাকিব-মিরাজরা। তবে সেটা যে খুব একটা সহজ হবে না তা হলফ করেই বলা যায়। একদিকে ঘরের মাঠ, অন্যদিকে খুলনার বিপক্ষে দাপুটে জয়ে বেশ আত্মবিশ্বাসী শুভাগত হোমের চট্রগ্রাম।
নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নেয় ফরচুন বরিশালও। তাই হাড্ডাহাড্ডি এক ম্যাচ দেখতে চলছে চট্রলাবাসী তাতে কোন সন্দেহ নেই।
এর আগে মঙ্গলবার সাকিবের অধিনায়কত্বে প্রথম জয়ের দেখা পায় বরিশাল। ব্যাট হাতে এদিন উজ্জ্বল ছিলেন ঈবরাহিম জাদরান এবং মেহেদী মিরাজ। কালকের ম্যাচেও এই দুই ব্যাটারের উইলো থেকে বড় স্কোর দেখতে চাইবেন কাপ্তান সাকিব। তবে বল হাতে ভেলকি দেখাতে চাইবেন সাকিব নিজেই। কেননা প্রথম ম্যাচে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেটের বিপক্ষে হার এড়াতে পারেনি তার দল। তাই কালকের ম্যাচে জয়ের বিকল্প কিছুই ভাববেন না বিশ্বসেরা অলরাউন্ডার।
অর্থসংবাদ/কেএ