এবার সিরিয়ায় ধ্বংসস্তূপের মধ্যে থেকে ঘটনার ৪০ ঘণ্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর আল-জাজিরার।
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় উদ্ধারকাজ পরিচালনা করছে ‘হোয়াইট হেলমেট’। টুইটারে ভিডিওটি শেয়ার করে তারা লিখেছে, আরও একটি ‘অলৌকিক’ ঘটনা।
টুইটার অ্যাকাউন্ট থেকে আরও বলা হয়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে ৪০ ঘণ্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করেছে। ইদলিবের একটি এলাকায় এ ঘটনা ঘটে।
চলতি শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পে দেশ দুটিতে নিহতের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। কেবল তুরস্কেই প্রাণহানি দাঁড়িয়েছে ৭ হাজার ১০৮ জন। আর সিরিয়ায় এ পর্যন্ত ২ হাজার ৪৭০ জনের মৃত্যুর খবর পাওযা গেছে। দুই দেশ মিলিয়ে এই মুহূর্তে নিহতের সংখ্যা ৯ হাজার ৫৭৮ জন।
তবে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া বিরূপ আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ারও খবর পাওয়া গেছে।