জানুয়ারিতে জ্বালানির দাম কমেছে ৮.৯ শতাংশ

জানুয়ারিতে জ্বালানির দাম কমেছে ৮.৯ শতাংশ
জানুয়ারিতে বিশ্বব্যাপী জ্বালানির দাম ৮ দশমিক ৯ শতাংশ কমেছে। এর মধ্যে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম সর্বোচ্চ ৪৪ শতাংশ ও কয়লার দাম ১৬ দশমিক ১ শতাংশ কমেছে। তবে এ সময়ে বিশ্বব্যাপী জ্বালানি বহির্ভূত পণ্যের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

পণ্যের দামের গতিবিধি নিরীক্ষা সংক্রান্ত বিশ্বব্যাংকের মাসিক প্রতিবেদন পিঙ্ক শিটে এ তথ্য জানানো হয়েছে।

তবে এ সময়ে বিশ্বব্যাপী ধাতুর দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিশ্বব্যাংকের এ প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে কৃষি পণ্যের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। খাদ্য পণ্যের দাম বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ এবং কাঁচামালের দাম বেড়েছে ১ শতাংশ।

একই সময়ে পানীয়ের দামেও সামান্য পরিবর্তন এসেছে। তবে, সারের দাম ৬ দশমিক ২ শতাংশ কমেছে। এর মধ্যে ইউরিয়ার দাম কমেছে ১৪ দশমিক ৬ শতাংশ এবং টিএসপি সারের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ।

এদিকে টিনের দাম ১৬ দশমিক ৫ শতাংশ, লৌহ আকরিক ৯ দশমিক ৩ শতাংশ এবং তামার দাম ৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

স্বর্ণসহ মূল্যবান ধাতুর দাম ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও প্রতিবেদন থেকে জানা গেছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া