শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গত সোমবার প্রতি বুশেল গম ৮ ডলারের বেশি দামে লেনদেন হয়। গত বছরের ২৩ নভেম্বরের পর এত বেশি দামে আর কখনো গম বিক্রি হয়নি। মঙ্গলবার দাম কিছুটা কমলেও তা এ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে।
বিশ্লেষকরা জানান, ইউক্রেনে রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার কারণে গত শুক্রবার প্রাথমিকভাবে গমের দাম বাড়ে। ক্ষেপণাস্ত্রের আঘাতে কৃষি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কায় ঝুঁকি বাড়তে পারে কৃষ্ণসাগরীয় রফতানিতে।
২০২২-২৩ বিপণন মৌসুমের এখন পর্যন্ত ইউক্রেনের খাদ্যশস্য রফতানি ২৮ দশমিক ৭ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯২ লাখ টনে। এর আগের মৌসুমের একই সময় দেশটি ৪ কোটি ৯ লাখ টন শস্য রফতানি করেছিল।
এক বছর আগে রাশিয়া যখন ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে, তখন থেকেই বিশ্ববাজারে গমের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। গমের বৈশ্বিক সরবরাহের এক-তৃতীয়াংশই আসে দেশ দুটি থেকে। গত বছরের মাঝামাঝি সময়ে যুদ্ধ ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে কৃষ্ণসাগর দিয়ে গমের সরবরাহ বন্ধ হয়ে পড়ে। জুলাইয়ে জাতিসংঘের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি চুক্তি হলে রফতানি আবারো চালু হয়। কিন্তু এখনো সেটি যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরতে পারেনি।