ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রয়টার্স। সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্মরণকালের ভয়াবহ এ দুর্যোগে এখনো অনেক মানুষ নিখোঁজ।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ৩৯ হাজার ৬৭২ জন তুরস্কে এবং ৫ হাজার ৮০০ জনের বেশি মানুষ মারা গিয়েছে সিরিয়ায়। ভূমিকম্পে দেশ দুটিতে আড়াই লাখের বেশি অ্যাপার্টমেন্ট গুঁড়িয়ে গেছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে ভবন ধসের জন্য দায়ী করে ডেভেলপারসহ ১০০ জনের বেশি মানুষকে আটকের নির্দেশ দিয়েছে তুরস্ক।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর আনতাকিয়া শহরের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে একটি শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

অবশ্য কয়েকদিন ধরে সিরিয়ায় নতুন মরদেহ উদ্ধার হয়নি। বিদেশী বিভিন্ন উদ্ধারকারী সংস্থা উদ্ধারকাজে ইস্তফা দিলেও দেশীয় দলগুলো তাদের উদ্ধারকাজ অব্যাহত রেখেছে। তারা এখনো জীবিত মানুষ উদ্ধারের আশা করছেন।

এদিকে, ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়াকে সহায়তার জন্য বিভিন্ন দেশ ও আর্থিক সংস্থার পাশাপাশি এগিয়ে এসেছে জাতিসংঘ। সিরিয়ানদের জন্য প্রায় ৪০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণার পর তুরস্কের জন্য ১০০ কোটি ডলারের তহবিল গঠনের কাজে হাত দিয়েছে সংস্থাটি।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া