‘আরব উইমেন অথরিটি’ সবচেয়ে সম্মানজনক এ পুরস্কারটি প্রদান করে। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সামবা ফিন্যান্সিয়াল গ্রুপের প্রধান নির্বাহী মিসেস রানিয়া নাশারকে সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নের জন্য এ পুরস্কার দেওয়া হয়। আরব লিগের সহায়তায় ২০০৪ সালে উইমেন অথরিটি প্রতিষ্ঠা হওয়ার পর অর্থনীতিতে এবারই প্রথম একজন আরব নারী এ পুরস্কার পেল।
পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে মিসেস নাশার বলেন, ‘পুরস্কারটি আমার দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। যোগ্যতা ও দক্ষতার সম্পূরক ক্ষেত্রে আরব নারীদের প্রতিষ্ঠা করতে নিজেকে আরো পরিশ্রমী হতে সাহস যুগাবে।’ এছাড়া তাঁকে নির্বাচন করায় নাশার জুরি বোর্ডকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরবের নারীদের সম্মাননায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার এটি। আরববিশ্বের আর্থসামাজিক উন্নয়নে নারীদের অবদানকে স্মরণীয় রাখতে প্রতি বছর বিশেষ ক্ষেত্রে পুরুস্কার প্রদান করে থাকে আরব উইমেন অথরিটি। শিল্পকলা, সংস্কৃতি, বিজ্ঞান ও অর্থনীতিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে সমাদৃত হয়।
আরব উইমেন অথরিটির মুখপাত্র ড. রাসেল আল নুয়ামি বলেন, ‘আরববিশ্বের সবচেয়ে সম্মানজনক ‘আরব নারী পুরস্কার’। প্রথম বারের মতো অর্থীনীতি ও ব্যাংকিং ক্ষেত্রে এবার তা পেয়েছেন সৌদি আরবের বিশিষ্ট অর্থনীতিবিদ রানিয়া নাশার। অনেক ত্যাগ-তিতিক্ষা, পরিশ্রম ও পেশাদারিত্বের পর পুরস্কারটি অর্জন করেছেন নাশার।’
মিসেস রানিয়া নাশার সৌদি আরবের প্রথম নারী, যিনি ব্যাংকের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং ক্ষেত্রে ২২ বছরের অধিক সময়ের অভিজ্ঞতা সম্পন্ন এ নারী অর্থনীতিরি নানা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলছেন। সামবা ব্যাংক, সামবা সামবা ফিন্যান্সিয়াল গ্রুপ, সামবা ক্যাপিটালসহ অনেক আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমেরিকার বিখ্যাত ‘ফোরবিস’ ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের এক শ ক্ষমতাধর নারীদের তালিকায় স্থান লাভ করেন তিনি।
সূত্র : আশ শারাক আল আওসাত, গালফ বিজনেস নিউজ