ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০২ মার্চ) এডিএন টেলিকমের শেয়ারদর আগের দিনের তুলনায় ১২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। ফলে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।
এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। আর ৮ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর বুদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।
আজ ডিএসইর দর বৃদ্বির তালিকায় থাকা অন্যান্যে কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী ফুড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্ক, লিগ্যাসি ফুটওয়্যার, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৭৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৫০টির।
অর্থসংবাদ/এসএম