খাতগুলো হচ্ছে- ওষুধ ও রসায়ন, পাট, সিমেন্ট, বিবিধ, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ ও অবকাশ এবং চামড়া খাত। একই সময়ে ব্যাংক ও টেলিকমিউনিকেশন খাতের দর অপরিবর্তিত রয়েছে।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন ৩ দশমিক ১৪ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ লোকসান হয়েছে ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীদের। এই খাতে দর কমেছে ২ দশমিক ৫৮ শতাংশ। আর ০ দশমিক ৩৩ শতাংশ দর কমায় লোকসানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত।
সাপ্তাহিক রিটার্নে লোকসানে থাকা অন্যান্য খাতগুলো হচ্ছে- আর্থিক খাত, বিবিধ খাত, মিউচ্যুয়াল ফান্ড খাত এবং সিমেন্ট খাত।
অর্থসংবাদ/এসএম