শনিবার (৪ মার্চ) ময়মনসিংহের সিলভার ক্যাসেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো. তৌহিদ হোসেন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. আবদুল কাদেরসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
এসময় ময়মনসিংহ অঞ্চলের সকল শাখা ও উপশাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম সকল শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জদের সাথে কথা বলেন এবং সকল কর্মকর্তার উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেন, সকলকে জবাবদিহিতার মধ্যে কাজ করতে হবে। এবছর ব্যাংকের গৃহীত কর্মকৌশল বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, আমরা সকল সূচকেই ইতিবাচক ধারায় আছি। ব্যাংকের এই ধারা অব্যাহত রাখার জন্য সকলকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি।
অর্থসংবাদ/এসএম