ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১২ মার্চ) জেনেক্স ইনফোসিসের ৪০ লাখ ৩৪ হাজার ২৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার টাকা।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ ১৪ হাজার টাকার। আর ২১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রুপালী লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী ফুড এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
এদিন লেনদেন হওয়া ৩১৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৪১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।
অর্থসংবাদ/এসএম