সপ্তাহের শুরুতে বিপর্যয়ে পড়া এ দুই ব্যাংকের কারণে আর্থিক খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বাকি অর্থ কোন কোন ব্যাংক পেয়েছে তা জানায়নি ফেড। খবর এপি।
গত এক বছরে সুদহার নিয়মিত বাড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকটি। এতে দীর্ঘমেয়াদি ট্রেজারিজ ও অন্যান্য বন্ডের ইল্ড বৃদ্ধি পায়। এতে বেসরকারি ব্যাংকের স্বল্প ইল্ডের ট্রেজারিজের মূল্য কমে যায়। ব্যাংকগুলা তাদের ট্রেজারিজ বিক্রি করে পর্যাপ্ত নগদ অর্থ সংগ্রহ করতে না পারার কারণে ব্যাংক থেকে যারা অর্থ তুলতে গিয়েছিল তারা না নিয়েই ফিরে আসে।