এলএনজির দাম ২১ মাসের মধ্যে সর্বনিম্ন

এলএনজির দাম ২১ মাসের মধ্যে সর্বনিম্ন
এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আরও দরপতন ঘটেছে। যা গত ২১ মাসের মধ্যে সর্বনিম্ন। এশিয়ায় চাহিদা কমায় এলএনজির দাম চাপে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে জানানো হয়, উত্তর-পূর্ব এশিয়ায় আগামী মে মাসের এলএনজির গড় সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে। এ সপ্তাহে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দর স্থির হয়েছে ১৩ ডলারে। আগের সপ্তাহ থেকে যা ৫০ সেন্ট বা ৩ দশমিক ৭ শতাংশ কম।

শিল্প-বাণিজ্য সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। সবমিলিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এলএনজি ব্যাপক দর হারিয়েছে। সেই হারের পরিমাণ ৫৩ শতাংশেরও বেশি।

২০২২ সালের আগস্টে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ওঠে ৭০ ডলার ৫০ সেন্টে। ইতিহাসে যা ছিল রেকর্ড সর্বোচ্চ। এরপর থেকে এখন পর্যন্ত সেই গ্যাসের মূল্য নিম্নমুখী হয়েছে ৮১ শতাংশ।

পণ্য মূল্য নির্ধারণ সংস্থা অর্গাসের এলএনজি প্রাইসিংয়ের প্রধান স্যামুয়েল গুড বলেন, এশিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে এখনও ক্রেতাদের চাহিদা কম আসছে। সরবরাহ বাড়াতে কিছু ব্যবহারকারীকে স্পট মার্কেটে অংশগ্রহণ করতে হবে। যেটা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া