যৌথ চেম্বার অব কমার্স খুলতে যাচ্ছে ইরান ও সৌদি

যৌথ চেম্বার অব কমার্স খুলতে যাচ্ছে ইরান ও সৌদি
ইরান ও সৌদি আরব শিগগিরই একটি যৌথ চেম্বার অব কমার্স চালু করতে যাচ্ছে। ইরানের এক ব্যবসায়ী নেতার বরাত দিয়ে এ তথ্য জানায় ইরান ফ্রন্ট পেজ।

ইরান চেম্বার অব কমার্স, ইন্ড্রাস্ট্রিজ, মাইনস এন্ড এগ্রিকালচার (আইসিসিআইএমএ) এর পরিচালনা বোর্ডের সদস্য কেইভান কাশেফি জানিয়েছেন, আইসিসিআইএমএ একটি যৌথ চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠার কথা ভাবছে। সৌদি আরবের মধ্যে দূতাবাস পুনরায় খোলার পর শিগগিরই ইরান সৌদি আরবের সঙ্গে ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময় শুরু করবে।

ইরান চেম্বার অব কমার্স, ইন্ড্রাস্ট্রিজ, মাইনস এন্ড এগ্রিকালচার (আইসিসিআইএমএ) এর পরিচালনা বোর্ডের সদস্য কেইভান কাশেফি আরও জানান, গত ত্রিশ দিনে রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে রাজনীতি ও অর্থনীতি ইরানের প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। সম্পর্ক স্বাভাবিক করার উভয় দেশের সিদ্ধান্ত ইরানের অর্থনীতির জন্য খুবই ইতিবাচক এবং এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়া।

উল্লেখ্য, গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে গত সাত বছর ধরে বিচ্ছিন্ন কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য একটি চুক্তি হয়। ২০১৬ সালে সৌদি আরব যখন শিয়া ধর্মগুরু নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে, তখন ইরানিরা প্রতিবাদ শুরু করে।

গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে গত সাত বছর ধরে বিচ্ছিন্ন কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য একটি চুক্তি হয়।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলা চালায়। ফলে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব দুই মাসের মধ্যে তাদের দূতাবাস খুলবে। এছাড়া ২০ বছর আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও সহযোগিতা চুক্তি বাস্তবায়ন করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া