আইসিসি মাসের সেরার লড়াইয়ে সাকিব

আইসিসি মাসের সেরার লড়াইয়ে সাকিব
ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবার 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ'-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। মার্চ মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন পাপুয়া নিউগিনির সিবোনা জিমি ও রাভিনা ওয়া এবং রুয়ান্ডার হেনরিয়েট ইশিমউই। আজ বৃহস্পতিবার মার্চ মাসের সেরা পারফরমারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি।

মার্চ মাসে মোট ১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী সাকিব। ব্যাট হাতে ৩৫৩ রানের পাশাপাশি নিয়েছেন ১৫টি উইকেট। এর মাঝে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৭১ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। ওই সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধোলাই করে বাংলাদেশ। বল হাতে তিন ম্যাচেই শিকার ধরেছেন সাকিব। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজেও তিনি ছিলেন দুর্দান্ত।

নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের তিন ইনিংসে একটি করে সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি হাঁকান। ২১৫ রানের ইনিংসে এই ফরম্যাটে তার ডাবল সেঞ্চুরি হয়ে গেল ছয়টি। এই দুই ম্যাচেই তার সংগ্রহ ৩৩৭ রান। এ ছাড়া আরব আমিরাতের ব্যাটার আসিফ খান নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে ৪২ বলে ১০১* রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে