মার্চ মাসে মোট ১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী সাকিব। ব্যাট হাতে ৩৫৩ রানের পাশাপাশি নিয়েছেন ১৫টি উইকেট। এর মাঝে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৭১ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। ওই সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধোলাই করে বাংলাদেশ। বল হাতে তিন ম্যাচেই শিকার ধরেছেন সাকিব। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজেও তিনি ছিলেন দুর্দান্ত।
নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের তিন ইনিংসে একটি করে সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি হাঁকান। ২১৫ রানের ইনিংসে এই ফরম্যাটে তার ডাবল সেঞ্চুরি হয়ে গেল ছয়টি। এই দুই ম্যাচেই তার সংগ্রহ ৩৩৭ রান। এ ছাড়া আরব আমিরাতের ব্যাটার আসিফ খান নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে ৪২ বলে ১০১* রানের বিস্ফোরক ইনিংস খেলেন।