দেশটির জেনারেল অথিরিটি ফর স্ট্যাটিস্টিকসের (জিএএসটিএটি) এ সম্পর্কিত বুলেটিনে এক হাজার ৪৪৩টি পরিষেবার উল্লেখ করা হয়েছে।
সেখানে বলা হয়, ২০২১ সালের তুলনায় বাণিজ্যিক ফ্লাইট বেড়েছে ৪১ শতাংশ, মোট ৭ লাখ ১০০০ ফ্লাইট। এর মধ্যে সবচেয়ে বড় হিস্যা সৌদি এয়ারলাইনসের, প্রায় ২ লাখ ৮৩ হাজার ফ্লাইট।
সবচেয়ে যাত্রীবহুল ছিল রিয়াদের কিং আব্দুলআজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছে রেকর্ড তিন কোটি ২০ লাখ যাত্রী। এরপর রিয়াদের কিং খালিদ এয়ারপোর্ট ও দাম্মামের কিং ফাহাদ এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছে যথাক্রমে দুই কোটি ৭০ লাখ ও এক কোটি যাত্রী।
২০২২ সালে প্রতিদিন গড়ে আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করেছে ১৩১ দশমিক ২৯টি ও অভ্যন্তরীণ ৫ দশমিক ৯৪টি।
উড়োজাহাজের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ রয়েছে ৫৬টি দেশের। আগের বছর ১০টি দেশ কম ছিল। আন্তর্জাতিক গন্তব্যে সবচেয়ে বেশি যাত্রী ও ফ্লাইট ছিল সংযুক্ত আরব আমিরাতে। ২০২১ সালে এই সংখ্যায় এগিয়ে ছিল মিসর।
২০২১ সাল থেকে ৪১ শতাংশ বেড়ে গত বছর প্রাইভেট ফ্লাইট ছিল ৬৪ হাজার।
অর্থসংবাদ/এসএম