লবণ পানি ব্যবহার করুন
গ্রীষ্মে পা সবচেয়ে বেশি ঘামে। এই ঘাম থেকেই ছত্রাক, ফাঙ্গাসের সংক্রমণের আশঙ্কা বাড়ে। সেখান থেকেই র্যাশ, চুলকানির মতো সমস্যা বাড়ে। এই সমস্যা থেকে দূরে থাকতে বাড়ি ফিরে নিয়মিত লবণ পানিতে পা ধুয়ে নিন। প্রতিদিন লবণ পানি ১৫ থেকে ২০ মিনিট ডুবিয়ে রাখুন। পা ঘামার সমস্যা দূর হবে।
বেকিং সোডা
প্রত্যেকের বাড়িতেই কম বেশি বেকিং সোডা থাকে। পায়ের অতিরিক্ত ঘাম আর দুর্গন্ধের হাত থেকে রক্ষা পেতে কাজে লাগাতে পারেন বেকিং সোডা। প্রথমে ভাল করে পরিষ্কার করে নিন। পায়ে সামান্য বেকিং সোডা ভাল করে ঘষে নিন। পা কম ঘামবে। এই সোডাতে থাকা অ্যাসিড পা পরিষ্কার রাখতে সাহায্য করে।
মশলাদার খাবার এড়িয়ে চলুন
পায়ে গন্ধ হওয়ার সমস্যা থাকলে মশলাদার খাবার গরমে কম খেতে বলেন চিকিৎসকরা। এ ছা়ড়া চা, কফি বেশি খেলেও এ ধরনের সমস্যা দেখা দেয়। মাঝেমাঝে জুতোগুলোও রোদে দিন। একই মোজা দুইদিনের বেশি ব্যবহার করবেন না।