চ্যাটজিপিটির বিকল্প তোনগি কিয়ানওয়েন চালু আলিবাবার

চ্যাটজিপিটির বিকল্প তোনগি কিয়ানওয়েন চালু আলিবাবার
চ্যাটজিপিটিকে টেক্কা দিতে সম্প্রতি এর অনুরূপ একটি প্রযুক্তি চালু করেছে আলিবাবা গ্রুপ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন আবিষ্কারটির নামকরণ করা হয়েছে তোনগি কিয়ানওয়েন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই প্রতিষ্ঠানটির সব ব্যবসায়িক সফটওয়্যারে ফিচারটি যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। খবর রয়টার্স।

আলিবাবা গ্রুপের বিবৃতি অনুযায়ী, প্রথমে ফিচারটি আলিবাবার ওয়ার্কপ্লেস মেসেজিং অ্যাপ ডিংটকে যুক্ত করা হবে। মিটিং নোট সংক্ষেপকরণ, ইমেইল লেখা এবং ব্যবসায়িক প্রস্তাবনার খসড়া তৈরিতে এটি ব্যবহার করা যেতে পারে। এছাড়া আলিবাবার ভয়েস অ্যাসিস্ট্যান্ট টিমল জেনিতে এটি সংযুক্ত করা হবে।

প্রতিবেদন বলছে, আলিবাবা ক্লাউড গ্রাহকদের জন্য তোনগি কিয়ানওয়েন ফিচার উন্মুক্ত করার পরিকল্পনা করেছে। নিজস্ব কাস্টমাইজড কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি তৈরির জন্যই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

তোনগি কিয়ানওয়েন তৈরি করা হয়েছে তোনগির ওপর ভিত্তি করে। এটি আলিবাবার মালিকানাধীন প্রাক-প্রশিক্ষিত একটি মডেল ফ্রেমওয়ার্ক, যা বিভিন্ন এআই মডেলকে একত্রিত করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া