সম্প্রতি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং তাদের অন্যান্য মিত্রসহ ওপেক প্লাস আকস্মিকভাবে ঘোষণা দেয় দৈনিক ১১ লাখ ৬০ হাজার ব্যারেল জ্বালানি তেল উৎপাদন কমানো হবে। যা মে মাস থেকে বছরের বাকি সময়ের জন্য কার্যকর হবে।
এশিয়ার দেশগুলোর বেশির ভাগ তেল আমদানি হয় মধ্যপ্রাচ্য থেকে। এ অবস্থায় ওপেকের ঘোষণার পর সৌদি আরামকো এশিয়ায় সরবরাহ কমিয়ে দেয় কি না, এ নিয়ে উদ্বেগ রয়েছে। তা ছাড়া উৎপাদন কামানোর ফলে সরবরাহ কোন দিকে কমবে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে এ বিষয়টি নিয়ে এশিয়ার তেল পরিশোধন প্রতিষ্ঠানগুলো কথা বলতে রাজি হয়নি। ওপেক দেশগুলোর ঘোষণার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই এবং লন্ডনের ব্রেন্ট উভয় তেলের দাম এক দিনেই ৬ শতাংশের বেশি বেড়ে যায়।
গত সপ্তাহে সৌদি আরামকো হঠাৎ করেই এশিয়ায় সরবরাহ করা ফ্ল্যাগশিপ তেল আরব লাইটের দাম বাড়িয়ে দেয়। এর পাশাপাশি এশিয়ায় সরবরাহ করা অন্যান্য গ্রেডের তেলের দামও বাড়ানো হয়। সূত্র : রয়টার্স