এশিয়ায় তেল সরবরাহ অব্যাহত রাখবে সৌদি

এশিয়ায় তেল সরবরাহ অব্যাহত রাখবে সৌদি
উৎপাদন কমানো হলেও এশিয়ার ক্রেতা দেশগুলোতে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখবে সৌদি আরব। গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সৌদি রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকো উত্তর এশিয়ার বেশ কিছু দেশকে চুক্তি অনুযায়ী পূর্ণ মাত্রায় অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করবে। এ তেল মে মাস থেকে সরবরাহ হওয়ার কথা। যদিও একই সময়ে সৌদির তেল উৎপাদন কমবে দৈনিক পাঁচ লাখ ব্যারেল।

সম্প্রতি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং তাদের অন্যান্য মিত্রসহ ওপেক প্লাস আকস্মিকভাবে ঘোষণা দেয় দৈনিক ১১ লাখ ৬০ হাজার ব্যারেল জ্বালানি তেল উৎপাদন কমানো হবে। যা মে মাস থেকে বছরের বাকি সময়ের জন্য কার্যকর হবে।

এশিয়ার দেশগুলোর বেশির ভাগ তেল আমদানি হয় মধ্যপ্রাচ্য থেকে। এ অবস্থায় ওপেকের ঘোষণার পর সৌদি আরামকো এশিয়ায় সরবরাহ কমিয়ে দেয় কি না, এ নিয়ে উদ্বেগ রয়েছে। তা ছাড়া উৎপাদন কামানোর ফলে সরবরাহ কোন দিকে কমবে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে এ বিষয়টি নিয়ে এশিয়ার তেল পরিশোধন প্রতিষ্ঠানগুলো কথা বলতে রাজি হয়নি। ওপেক দেশগুলোর ঘোষণার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই এবং লন্ডনের ব্রেন্ট উভয় তেলের দাম এক দিনেই ৬ শতাংশের বেশি বেড়ে যায়।

গত সপ্তাহে সৌদি আরামকো হঠাৎ করেই এশিয়ায় সরবরাহ করা ফ্ল্যাগশিপ তেল আরব লাইটের দাম বাড়িয়ে দেয়। এর পাশাপাশি এশিয়ায় সরবরাহ করা অন্যান্য গ্রেডের তেলের দামও বাড়ানো হয়। সূত্র : রয়টার্স

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না