২০২২-২৩ বিপণন মৌসুমের এখন পর্যন্ত দেশটি ৩ কোটি ৮৮ লাখ টন শস্য রফতানি করতে সক্ষম হয়েছে। গত মৌসুমের একই সময় যা ছিল ৪ কোটি ৫৩ লাখ টন। দেশটির কৃষি মন্ত্রণালয় সম্প্রতি এসব তথ্য জানিয়েছে।
দেশটিতে খাদ্যশস্যের ২০২২-২৩ বিপণন মৌসুম শুরু হয়েছে গত বছরের জুলাইয়ে, শেষ হবে আগামী জুনে। মৌসুমের এখন পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ টন গম, ২ কোটি ২৮ লাখ টন ভুট্টা ও ২৩ লাখ ১০ হাজার টন যব রফতানি করেছে ইউক্রেন।
২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হলে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি বন্ধ হয়ে যায়। টানা ছয় মাস এ পরিস্থিতি বিদ্যমান ছিল। এরপর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগরীয় শস্য রফতানি চুক্তি স্বাক্ষর হয়। এরপর আবারো কৃষ্ণসাগরীয় সব বন্দর দিয়ে রফতানি শুরু করে ইউক্রেন। সম্প্রতি চুক্তিটি আরো ৬০ দিনের জন্য সম্প্রসারণ করা হয়েছে।
অর্থসংবাদ/এসএম