ইউক্রেনের শস্য রফতানি চার কোটি টন ছুঁই ছুঁই

ইউক্রেনের শস্য রফতানি চার কোটি টন ছুঁই ছুঁই
চার কোটি টন ছুঁই ছুঁই করছে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি। সাড়ে চার কোটি টন অতিক্রম করলেই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে রফতানির পরিমাণ।

২০২২-২৩ বিপণন মৌসুমের এখন পর্যন্ত দেশটি ৩ কোটি ৮৮ লাখ টন শস্য রফতানি করতে সক্ষম হয়েছে। গত মৌসুমের একই সময় যা ছিল ৪ কোটি ৫৩ লাখ টন। দেশটির কৃষি মন্ত্রণালয় সম্প্রতি এসব তথ্য জানিয়েছে।

দেশটিতে খাদ্যশস্যের ২০২২-২৩ বিপণন মৌসুম শুরু হয়েছে গত বছরের জুলাইয়ে, শেষ হবে আগামী জুনে। মৌসুমের এখন পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ টন গম, ২ কোটি ২৮ লাখ টন ভুট্টা ও ২৩ লাখ ১০ হাজার টন যব রফতানি করেছে ইউক্রেন।

২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হলে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি বন্ধ হয়ে যায়। টানা ছয় মাস এ পরিস্থিতি বিদ্যমান ছিল। এরপর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগরীয় শস্য রফতানি চুক্তি স্বাক্ষর হয়। এরপর আবারো কৃষ্ণসাগরীয় সব বন্দর দিয়ে রফতানি শুরু করে ইউক্রেন। সম্প্রতি চুক্তিটি আরো ৬০ দিনের জন্য সম্প্রসারণ করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া