প্রথমবারের মতো কমেছে ব্যবহৃত গাড়ির দাম

প্রথমবারের মতো কমেছে ব্যবহৃত গাড়ির দাম
২০২৩ সালে প্রথমবারের মতো কমেছে ব্যবহৃত গাড়ির পাইকারি দাম। প্রস্তুতকারক কোম্পানিগুলোর উৎপাদন বেড়ে যাওয়ায় নতুন বাজারের পাশাপাশি প্রভাব পড়েছে পুরনো গাড়ির বাজারেও। খবর সিএনবিসি।

কক্স অটোমোটিভের প্রতিবেদন অনুসারে, ম্যানহেইম ব্যবহৃত গাড়ি মূল্যসূচকে মার্চ থেকে এপ্রিলে দাম কমেছে ৩ শতাংশ। যদিও বিক্রীত গাড়ির দামে খুব একটা পরিবর্তন আসেনি। তবে যুক্তরাষ্ট্রে পাইকারি ট্রাক বিক্রি গত বছরের ডিসেম্বরের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। বছরওয়ারি এপ্রিলে বিক্রি কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

কক্সের অর্থনীতি ও শিল্প ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস ফ্রে বলেন, ‘‌টানা আট মাস আমরা বছরওয়ারি দাম কমে আসার বিষয়টি খেয়াল করছি। গড়ে বছরওয়ারি দাম কমেছে ৮ দশমিক ৩ শতাংশ। আর এ যাত্রা এখানেই থেমে যাবে বলে মনে হয় না।’

কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে ব্যবহৃত গাড়ির দাম। বিশ্বব্যাপী স্বাস্থ্যঝুঁকি ও সরবরাহজনিত জটিলতার কারণে নতুন উৎপাদন ও বিক্রি অনেকটাই মন্থর হয়ে যায়। দামও থাকে চড়া। ফলে উচ্চমূল্য ও বাজারে স্বল্পতার কারণে ক্রেতারা ব্যবহৃত গাড়ির দিকে ঝুঁকেছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না