কক্স অটোমোটিভের প্রতিবেদন অনুসারে, ম্যানহেইম ব্যবহৃত গাড়ি মূল্যসূচকে মার্চ থেকে এপ্রিলে দাম কমেছে ৩ শতাংশ। যদিও বিক্রীত গাড়ির দামে খুব একটা পরিবর্তন আসেনি। তবে যুক্তরাষ্ট্রে পাইকারি ট্রাক বিক্রি গত বছরের ডিসেম্বরের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। বছরওয়ারি এপ্রিলে বিক্রি কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।
কক্সের অর্থনীতি ও শিল্প ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস ফ্রে বলেন, ‘টানা আট মাস আমরা বছরওয়ারি দাম কমে আসার বিষয়টি খেয়াল করছি। গড়ে বছরওয়ারি দাম কমেছে ৮ দশমিক ৩ শতাংশ। আর এ যাত্রা এখানেই থেমে যাবে বলে মনে হয় না।’
কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে ব্যবহৃত গাড়ির দাম। বিশ্বব্যাপী স্বাস্থ্যঝুঁকি ও সরবরাহজনিত জটিলতার কারণে নতুন উৎপাদন ও বিক্রি অনেকটাই মন্থর হয়ে যায়। দামও থাকে চড়া। ফলে উচ্চমূল্য ও বাজারে স্বল্পতার কারণে ক্রেতারা ব্যবহৃত গাড়ির দিকে ঝুঁকেছে।
অর্থসংবাদ/এসএম