কর্মী ছাঁটাই করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

কর্মী ছাঁটাই করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
প্রাতিষ্ঠানিক খরচ কমানো ও এশিয়াকে কেন্দ্র করে গৃহীত নতুন নীতিমালার অংশ হিসেবে সিঙ্গাপুর, লন্ডন ও হংকং থেকে শতাধিক কর্মী ছাঁটাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। ২০২৪ সাল নাগাদ ১০০ কোটি ডলার খরচ কমানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের এই বড় পরিবর্তনে ইতোমধ্যে লন্ডনে কয়েকজন ব্যবস্থাপনা পরিচালকও ছাঁটাইকৃত তালিকায় রয়েছেন। রয়েছেন নিম্নপদস্থ কর্মীরাও।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছে, সংখ্যাটি ১০০-এর বেশি হতে পারে। যদিও নির্দিষ্ট সংখ্যা এখনো জানানো হয়নি।

ব্যাংকের মুখপাত্র বলেছেন, এটি ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। ব্যবসায়িক কৌশল ও গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবার নিশ্চয়তা আনার জন্যই এমন পদক্ষেপ নিতে হচ্ছে। অবশ্য সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ড চার্টার্ড কার্যালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য জানাতে অস্বীকার করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ২০২২-২০২৪ সালের মধ্যে ১৩০ কোটি ডলার ব্যয় বাঁচাতে চায়। চলতি বছরের প্রথম প্রান্তিকে ওয়ালস্ট্রিটের তালিকাবদ্ধ অন্য ব্যাংকগুলোর মতো সন্তোষজনক ফল দেখাতে পারেনি ব্যাংকটি। অর্থনৈতিক বাজারে সূচক অবনমন ঘটেছে ৯ শতাংশ। ফলে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে কর্মপরিকল্পনা। লন্ডনের বাইরে ব্যাংকটির অধিকাংশ আয় আসে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে। এককভাবে বৃহৎ বাজার হংকংয়ে, যা দীর্ঘ অর্থনৈতিক সংকোচনের পর এখন পুনরুদ্ধারের পথে হাঁটছে।

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না