স্ট্যান্ডার্ড চার্টার্ডের এই বড় পরিবর্তনে ইতোমধ্যে লন্ডনে কয়েকজন ব্যবস্থাপনা পরিচালকও ছাঁটাইকৃত তালিকায় রয়েছেন। রয়েছেন নিম্নপদস্থ কর্মীরাও।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছে, সংখ্যাটি ১০০-এর বেশি হতে পারে। যদিও নির্দিষ্ট সংখ্যা এখনো জানানো হয়নি।
ব্যাংকের মুখপাত্র বলেছেন, এটি ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। ব্যবসায়িক কৌশল ও গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবার নিশ্চয়তা আনার জন্যই এমন পদক্ষেপ নিতে হচ্ছে। অবশ্য সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ড চার্টার্ড কার্যালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য জানাতে অস্বীকার করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ২০২২-২০২৪ সালের মধ্যে ১৩০ কোটি ডলার ব্যয় বাঁচাতে চায়। চলতি বছরের প্রথম প্রান্তিকে ওয়ালস্ট্রিটের তালিকাবদ্ধ অন্য ব্যাংকগুলোর মতো সন্তোষজনক ফল দেখাতে পারেনি ব্যাংকটি। অর্থনৈতিক বাজারে সূচক অবনমন ঘটেছে ৯ শতাংশ। ফলে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে কর্মপরিকল্পনা। লন্ডনের বাইরে ব্যাংকটির অধিকাংশ আয় আসে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে। এককভাবে বৃহৎ বাজার হংকংয়ে, যা দীর্ঘ অর্থনৈতিক সংকোচনের পর এখন পুনরুদ্ধারের পথে হাঁটছে।
অর্থসংবাদ/এসইউ