ভয়াল আকার ধারণ করলো পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি

ভয়াল আকার ধারণ করলো পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি
২০২২-২০২৩ অর্থবছরের সব অর্থনৈতিক সূচকেই পাকিস্তান ব্যার্থ হয়েছে। পাকিস্তানের এমন ভয়াবহ পরিস্থিতির চূড়ান্ত জরিপ প্রকাশ করেছেন দেশটির অর্থমন্ত্রী। দেশটির অর্থনৈতিক লক্ষ্যমাত্রা কোনভাবেই স্পর্শ করতে পারেনি। ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণাকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ জুন) এই জরিপ প্রকাশ করা হয়। খবর দ্য ইকোনমিক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি কমেছে উল্লেখযোগ্য হারে। কারণ কৃষি, শিল্প উৎপাদন থেকে শুরু করে রপ্তানি সব জায়গায় লক্ষ্যমাত্রা স্পর্শ করতে ব্যর্থ হয়েছে দেশটি।

বৈদেশিক ঋণের বোঝা ও ব্যালেন্স অব পেমেন্ট সংকটে পাকিস্তানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই থমকে রয়েছে। তাছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিদেশি বিনিয়োগও হারাচ্ছে।

দেশটিতে বেড়েছে মূল্যস্ফীতি, মার্কিন ডলারের বিপরীতে কমেছে স্থানীয় মুদ্রার মান, ডলার সংকটে বন্ধ আমদানি।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ২৯ শতাংশ, যা এর আগের বছর ছিল ছয় দশমিক এক শতাংশ।

বৈশ্বিক অর্থনৈতিক র্যাকিংয়ে পাকিস্তানের বর্তমান অবস্থান ৪৭। অথচ ২০১৭ সালেও দেশটির অবস্থান ছিল ২৪তম।

গত বছর রেকর্ড ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় দেশটি বিধ্বস্ত হয়। তলিয়ে যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ ভূমি। ক্ষতিগ্রস্ত হয় মানুষের ঘরবাড়ি ও কৃষিজমি।

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না