২০২৭ সাল নাগাদ ইসরায়েলের কিরিয়াত গাতে কারখানা স্থাপন করবে এ মার্কিন প্রযুক্তি জায়ান্ট। ২০৩৫ সাল নাগাদ কার্যক্রম শুরু হবে।
দেশটির অর্থমন্ত্রী বেজালের স্মিতরিচ জানান, কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ইন্টেলের কারখানায়। চুক্তির অধীনে কোম্পানিটি সাড়ে ৭ শতাংশ কর দেবে। আগে এর পরিমাণ ছিল ৫ শতাংশ।
ইন্টেল ওয়েবসাইটের তথ্যানুযায়ী, প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে ইসরায়েলে কার্যক্রম পরিচালনা করছে তারা। এর মাধ্যমে সেখানকার সবচেয়ে বড় বেসরকারি নিয়োগ প্রতিষ্ঠান, রফতানিকারক ও স্থানীয় পর্যায়ে অন্যতম বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারীতে পরিণত হয়েছে।
২০১৭ সালে দেড় হাজার কোটি ডলারে ইসরায়েলভিত্তিক মোবাইলআই গ্লোবাল ইনকরপোরেশন কিনে নেয় ইন্টেল। যা উন্নত ড্রাইভার সহায়তা সিস্টেম নিয়ে গবেষণা ও বাজারজাত করে থাকে।
এক বিবৃতিতে ইন্টেল জানায়, বৈশ্বিক পর্যায়ে সাফল্য অর্জনের দিক থেকে ইসরায়েলের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্ত্রিসভায় এ চুক্তিকে ‘ইসরায়েলের অর্থনীতির জন্য একটি অসাধারণ অর্জন’ হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহু। আরো জানান, এই আড়াই হাজার কোটি ডলার তার দেশে আন্তর্জাতিক সংস্থার এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ।