এ বছর হিটস্ট্রোকের শিকার সাড়ে ছয় হাজার হজযাত্রী

এ বছর হিটস্ট্রোকের শিকার সাড়ে ছয় হাজার হজযাত্রী
চলতি হজ মৌসুমে হিটস্ট্রোকের শিকার হয়েছেন সাড়ে ৬ হাজারেরও বেশি হজযাত্রী। গালফ নিউজের খবরে বলা হয়েছে, গত ৩৯ দিনে অন্তত ১ লাখ ১১ হাজার ৭৬১ জন হজযাত্রী গরমজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতাল এবং অস্থায়ী স্বাস্থ্যশিবিরগুলোতে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানায় সংবাদমাধ্যমটি। মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ আল আবদ আল আলি বলেন, হিটস্ট্রোকের শিকার সব রোগীকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। এ রকম পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি ছিল। সৌদির সরকার ‘‌আল্লাহর অতিথিদের’ সর্বোচ্চ সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ।

হজ চলাকালে আরাফাত ময়দান, মুজদালিফা ও মিনায় ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দীর্ঘপথ হেটে পাড়ি দেয়ার কারণে বেশিরভাগ হাজি অসুস্থ হয়ে পড়েন। অবশ্য তাদের সহযোগিতার জন্য বিভিন্ন জায়গায় প্রস্তুত ছিলেন স্বেচ্ছাসেবীরা। ছিল ওপর থেকে পানি ছেটানোর ব্যবস্থা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ আল আবদ আল আলি বলেন, চলতি মৌসুমে সবচেয়ে বড় সমস্যা আবহাওয়া। প্রচণ্ড গরমে হিটস্ট্রোকের শিকার হয়েছেন ৬ হাজার ৭০০ মানুষ। যাদের মধ্যে ৪ হাজার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না