বৃহস্পতিবার (২৯ জুন) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানায় সংবাদমাধ্যমটি। মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ আল আবদ আল আলি বলেন, হিটস্ট্রোকের শিকার সব রোগীকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। এ রকম পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি ছিল। সৌদির সরকার ‘আল্লাহর অতিথিদের’ সর্বোচ্চ সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ।
হজ চলাকালে আরাফাত ময়দান, মুজদালিফা ও মিনায় ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দীর্ঘপথ হেটে পাড়ি দেয়ার কারণে বেশিরভাগ হাজি অসুস্থ হয়ে পড়েন। অবশ্য তাদের সহযোগিতার জন্য বিভিন্ন জায়গায় প্রস্তুত ছিলেন স্বেচ্ছাসেবীরা। ছিল ওপর থেকে পানি ছেটানোর ব্যবস্থা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ আল আবদ আল আলি বলেন, চলতি মৌসুমে সবচেয়ে বড় সমস্যা আবহাওয়া। প্রচণ্ড গরমে হিটস্ট্রোকের শিকার হয়েছেন ৬ হাজার ৭০০ মানুষ। যাদের মধ্যে ৪ হাজার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।