স্বল্প অংকের বিমা দাবির পরিমাণ বাড়াতে চায় সরকার

স্বল্প অংকের বিমা দাবির পরিমাণ বাড়াতে চায় সরকার
বিমাখাতে স্বল্প অংকের বিমা দাবির পরিমাণ বৃদ্ধি করতে চায় সরকার। সাধারণ বিমার ক্ষেত্রে ৪ গুণ এবং জীবন বিমার ক্ষেত্রে এ পরিমাণ ২০ গুণ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি বছরের ২৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি খসড়া প্রজ্ঞাপন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এ খসড়া প্রজ্ঞাপনের ওপর পর্যালোচনা সভার আয়োজন করে আইডিআরএ।

প্রতিষ্ঠান বিভাগের খসড়া প্রজ্ঞাপন অনুযায়ী, এস. আর. ও. নং ২৭৮-আইন/২০১৮।- বিমা আইন ২০১০ (২০১০ সালের ১৩ নং আইন) এর ধারা ১৪৬, ধারা ৭১ এর সহিত পঠিতব্য, এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, স্বল্প অংকের বিমাদাবির (পরিমাণ নির্ধারণ) বিধিমালা ২০১৮ এর নিম্নরূপ সংশোধন করিল, যথা :- উপরিউক্ত বিধি এর (১) বিধি ৩ এর (ক) এ ‘২৫,০০০/- (পঁচিশ হাজার)' শব্দগুলির পরিবর্তে ‘৫,০০,০০০/- (পাঁচ লক্ষ)' শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। এছাড়াও বিধি ৩ এর (খ) এ ‘৫,০০,০০০/- (পাঁচ লক্ষ)' শব্দগুলির পরিবর্তে ‘২০,০০,০০০/- (বিশ লক্ষ)' শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

প্রসঙ্গত, বিধিমালা এস.আর.ও নং ২৭৮/২০১৮ অনুযায়ী, বর্তমানে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে স্বল্প অংকের বিমা দাবির পরিমাণ ২৫ হাজার টাকা। সরকার এই পরিমাণ ২০ গুণ বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করতে চায়। একইসঙ্গে নন-লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ৫ লাখের পরিবর্তে ২০ লাখ টাকা করতে চায় সরকার।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ