স্বল্প অংকের বিমা দাবির পরিমাণ বাড়াতে চায় সরকার

স্বল্প অংকের বিমা দাবির পরিমাণ বাড়াতে চায় সরকার
বিমাখাতে স্বল্প অংকের বিমা দাবির পরিমাণ বৃদ্ধি করতে চায় সরকার। সাধারণ বিমার ক্ষেত্রে ৪ গুণ এবং জীবন বিমার ক্ষেত্রে এ পরিমাণ ২০ গুণ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি বছরের ২৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি খসড়া প্রজ্ঞাপন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এ খসড়া প্রজ্ঞাপনের ওপর পর্যালোচনা সভার আয়োজন করে আইডিআরএ।

প্রতিষ্ঠান বিভাগের খসড়া প্রজ্ঞাপন অনুযায়ী, এস. আর. ও. নং ২৭৮-আইন/২০১৮।- বিমা আইন ২০১০ (২০১০ সালের ১৩ নং আইন) এর ধারা ১৪৬, ধারা ৭১ এর সহিত পঠিতব্য, এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, স্বল্প অংকের বিমাদাবির (পরিমাণ নির্ধারণ) বিধিমালা ২০১৮ এর নিম্নরূপ সংশোধন করিল, যথা :- উপরিউক্ত বিধি এর (১) বিধি ৩ এর (ক) এ ‘২৫,০০০/- (পঁচিশ হাজার)' শব্দগুলির পরিবর্তে ‘৫,০০,০০০/- (পাঁচ লক্ষ)' শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। এছাড়াও বিধি ৩ এর (খ) এ ‘৫,০০,০০০/- (পাঁচ লক্ষ)' শব্দগুলির পরিবর্তে ‘২০,০০,০০০/- (বিশ লক্ষ)' শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

প্রসঙ্গত, বিধিমালা এস.আর.ও নং ২৭৮/২০১৮ অনুযায়ী, বর্তমানে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে স্বল্প অংকের বিমা দাবির পরিমাণ ২৫ হাজার টাকা। সরকার এই পরিমাণ ২০ গুণ বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করতে চায়। একইসঙ্গে নন-লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ৫ লাখের পরিবর্তে ২০ লাখ টাকা করতে চায় সরকার।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
৩৪ ব্যাংক ‘ব্যাংকাস্যুরেন্স’ ব্যবসায় অযোগ্য
কমেছে জীবন বিমার বিনিয়োগ, বেড়েছে সাধারণ বিমার
বিআইএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফের সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারপারসন শেখ কবির
মেটলাইফের বিমা সুবিধা পাবেন ক্যাল বাংলাদেশের কর্মীরা
বেস্ট সিইও'র স্বীকৃতি পেলেন ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন
বিমা খাতের বড় সমস্যা কর্পোরেট গভর্নেন্সের অভাব
দুর্বল বিমা কোম্পানিকে মূলধারায় নিয়ে আসার চেষ্টা করতে হবে
যাত্রা শুরু করলো শান্তা লাইফ ইন্স্যুরেন্স