বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সাত দিনে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৭৩ হাজার ৬৮৯ কোটি টাকা ধার করে। এর মধ্যে সর্বোচ্চ ধার নিয়েছে ২৭ জুলাই ১৩ হাজার ৩৮৫ কোটি টাকা। গত ২৪ জুলাই ধারের পরিমাণ ছিল ১১ হাজার ৪৭৫ কোটি, ২৫ জুলাই ১১ হাজার ৫২৬ কোটি, ২৬ জুলাই ১১ হাজার ৯২০ কোটি, ৩০ জুলাই ৫ হাজার ৮৫৪ কোটি, ৩১ জুলাই ৯ হাজার ৩৫৩ কোটি এবং সর্বশেষ গত ১ আগস্ট ১০ হাজার ১৭৫ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো।
ব্যাংকাররা জানিয়েছেন, অনেক ব্যাংক নগদ টাকার সংকটে ভুগছে। সংকটে থাকা ব্যাংকগুলো আন্তঃব্যাংকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রতিদিনই তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে চলছে। তবে কিছু ধার আছে এক দিন মেয়াদি। অর্থাৎ আগের দিন ঋণ নিয়ে পরের দিন পরিশোধ করছে। এভাবে ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনা ব্যয়ও বেড়ে যাচ্ছে।
এর আগে গত ১৩ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাত কর্মদিবসে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ধার নিয়েছে ৪২ হাজার ৩৩ কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ ধার নিয়েছে ১৮ জুলাই আট হাজার ৮৯ কোটি টাকা।
সংশ্লিষ্টরা জানান, কোনো ব্যাংক তারল্য সমস্যায় পড়লে বাংলাদেশ ব্যাংক থেকে ধার নেয়। পাশাপাশি আন্তঃব্যাংক কলমানিতে আরেক ব্যাংক থেকে ধার করে। গত বৃহস্পতিবার কলমানিতে লেনদেনের পরিমাণ ছিল ৬ হাজার ৭৮৪ কোটি টাকা।
অর্থসংবাদ/এমআই