বুধবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক জাতীয় সংসদের ৭১ পাবনা-৪ আসনের উপ-নির্বাচন উপলক্ষে ২৬ সেপ্টেম্বর নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করায় এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নির্বাচনের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় (আটঘরিয়া-ঈশ্বরদী) অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ (যদি থাকে) কোনো শাখা বিশেষ ব্যবস্থাধীনেও খোলা রাখা যাবে না।