চলতি বছরে ৬২ ত্রাণকর্মী নিহত

চলতি বছরে ৬২ ত্রাণকর্মী নিহত

চলতি বছরে বিশ্বজুড়ে ৬২ জন মানবিক সহায়তা কর্মী নিহত গেছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাগদাদে জাতিসংঘ সদর দফতরে বিধ্বংসী হামলার ২০ বছর পূর্তি উপলক্ষে এক বার্তায় এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। খবর ভয়েস অব আমেরিকা।


বাগদাদের ওই আত্মঘাতী বোমা হামলা স্মরণে জাতিসংঘ ১৯ আগস্ট ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান ডে পালন করে। ওই ঘটনায় ২২ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন তৎকালীন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ও ইরাকে জাতিসংঘের মিশনের প্রধান সার্জিও ভিয়েরা ডি মেলো।


জাতিসংঘ সতর্ক করে বলেছে, দক্ষিণ সুদানের মতো দেশগুলোতে সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে ২০২৩ সাল সবচেয়ে বেশি সাহায্য কর্মীদের হতাহতের আরেকটি বছর হতে চলেছে।


এইড ওয়ার্কার সিকিউরিটি ডেটাবেস গবেষণা দলের বরাতে জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক দপ্তর (ওসিএইচএ) বলেছে, চলতি বছরের এ পর্যন্ত বিশ্বজুড়ে সংকটে ৬২ জন সাহায্য কর্মী নিহত, ৮৪ জন আহত ও ৩৪ জন অপহৃত হয়েছেন।


দক্ষিণ সুদান বিগত বেশ কয়েক বছর ধরে মানবিক নিরাপত্তাহীনতার ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে রয়েছে। ১৬ আগস্ট পর্যন্ত দেশটিতে সাহায্য কর্মীদের ওপর চালানো ৪০ হামলায় ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ত্রাণকর্মীদের ওপর চালানো ১৭টি হামলায় ১৯ জনের প্রাণহানি ঘটায় সুদান দ্বিতীয় অবস্থানে রয়েছে।


এছাড়া মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, মালি, সোমালিয়া এবং ইউক্রেনে অন্যান্য ত্রাণকর্মী হতাহতের রেকর্ড হয়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া