দ. আফ্রিকা ও ব্রাজিলের মুদ্রায় ঋণ দেবে ব্রিকস

দ. আফ্রিকা ও ব্রাজিলের মুদ্রায় ঋণ দেবে ব্রিকস
ডলারের বিকল্প হিসেবে স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ব্রিকস দেশগুলো। সেই পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকান ও ব্রাজিলীয় মুদ্রায় ঋণ দেওয়ার কথা জানিয়েছেন ব্রিকস নিয়ন্ত্রিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) প্রেসিডেন্ট দিলমা রুসেফ।

ব্রাজিলের সাবেক নেতা দিলমা রুসেফ সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি নতুন এই পরিকল্পনার কথা জানান।

যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি অনেকটাই কোণঠাসা, অন্যদিকে ভবিষ্যৎ নিষেধাজ্ঞার আতঙ্কে আছে চীনসহ অনেক দেশ। এ অবস্থায় স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়ানোর পরিকল্পনা করেছে ব্রিকস।

এনডিবি প্রেসিডেন্ট দিলমা রুসেফ বলেন, সাংহাইভিত্তিক ঋণদাতা দেশগুলোর প্রায় ১৫টি দেশ ব্রিকসের সদস্য হওয়ার আবেদন করেছে। এর মধ্যে পাঁচটি দেশকে সদস্য অন্তর্ভুক্তিতে অনুমোদন দেওয়ার কথা বিবেচনায় নেওয়া হয়েছে। তবে কোন পাঁচটি দেশ, এ বিষয়ে তিনি কিছু জানাননি।

তিনি আরো বলেন, এই বছরে আমরা আট থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ স্থানীয় মুদ্রায় দিতে চাই।

দিলমা রুসেফ বলেন, এনডিবি দক্ষিণ আফ্রিকায় ঋণ দেওয়ার জন্য র‌্যান্ডে ঋণ ইস্যু করবে। একই সঙ্গে ব্রাজিলকেও ঋণ দেবে। আমরা একই মুদ্রায় লেনদেন করতে ঋণ ইস্যু করার চেষ্টা করে যাচ্ছি।

এনডিবি হচ্ছে ব্রিকস জোটের ফ্ল্যাগশিপ আর্থিক প্রকল্প। ব্যাংকটির লক্ষ্য হচ্ছে উদীয়মান দেশগুলোতে অর্থায়ন এবং আর্থিক ক্ষেত্রে ডলারের আধিপত্য কমিয়ে আনা।

বর্তমানে এনডিবির সদস্য দেশ পাঁচ থেকে বেড়ে আট হয়েছে। ব্যাংকটি শুধু সদস্য দেশগুলোকে ঋণ দিয়ে থাকে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া