ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে মেসেঞ্জার লাইট অ্যাপ। বর্তমানে মেসেঞ্জার লাইট অ্যাপ ব্যবহারকারীদের তথ্যগুলো মেসেঞ্জার বা ফেসবুক লাইট অ্যাপের মাধ্যমে আদান-প্রদান করা হচ্ছে। গুগল প্লে স্টোর থেকেও মেসেঞ্জার লাইট অ্যাপ মুছে ফেলা হয়েছে।
বর্তমানে মেসেঞ্জার লাইট অ্যাপ চালু করলেই একটি বার্তা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। বার্তায় বন্ধের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি মেসেঞ্জারের মূল অ্যাপ ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জার লাইট অ্যাপ উন্মুক্ত করা হয়। এরপর আইওএস সংস্করণ আনা হলেও সেটি ২০২০ সালে বন্ধ করে দেয় ফেসবুক। এবার অ্যান্ড্রয়েড সংস্করণ বন্ধ করার মাধ্যমে মেসেঞ্জার লাইট অ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে।
অর্থসংবাদ/এমআই