চাকরিতে সবচেয়ে বেশি সময় কাটান বিবাহিত পুরুষ

চাকরিতে সবচেয়ে বেশি সময় কাটান বিবাহিত পুরুষ
দৈনন্দিন জীবনের ২৪ ঘন্টা সময়ের মধ্যে বিবাহিত নারী–পুরুষ উভয়ই চাকরির পেছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন। এর মধ্যে বিবাহিত পুরুষেরা দিনে ৬ ঘণ্টা ৪৮ মিনিট ব্যয় করেন চাকরির পেছনে, যেখানে বিবাহিত নারীরা চাকরির পেছনে গড়ে ১ ঘণ্টা ১২ মিনিট সময় ব্যয় করেন। অর্থাৎ নারীদের তুলনায় পুরুষ তার কর্মস্থলের অফিসে প্রায় ৬ গুণ বেশি সময় কাটান।

সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘সময় ব্যবহার বা টাইম ইউজ জরিপ–২০২১’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, অবিবাহিতদের তুলনায় বিবাহিত নারী-পুরুষ চাকরিতে বেশি সময় ব্যয় করেন। এর মধ্যে বিবাহিত পুরুষের ব্যয় করা ৬ ঘণ্টা ৪৮ মিনিটের বিপরীতে অবিবাহিত পুরুষেরা ব্যয় করেন ৩ ঘণ্টা ৫৪ মিনিট। অর্থাৎ অবিবাহিত পুরুষের তুলনায় বিবাহিত পুরুষেরা চাকরির পেছনে প্রায় দ্বিগুণ সময় ব্যয় করেন।

আবার বিবাহিত নারীদের তুলনায় অবিবাহিত নারীরা কর্মস্থলে গড়ে ৬ মিনিট কম সময় কাটায়। একজন বিবাহিত নারী চাকরির পেছনে সময় ব্যয় করেন ১ ঘণ্টা ১২ মিনিট, যেখানে অবিবাহিত নারীরা ব্যয় করেন ১ ঘণ্টা ৬ মিনিট। অবিবাহিত নারীদের তুলনায় বিবাহিত নারীরা গৃহস্থালি কাজেও বেশি সময় ব্যয় করেন। বিবাহিত নারী দিনে ৫ ঘণ্টা ১৮ মিনিট ব্যয় করেন গৃহস্থালি কাজে। অন্যদিকে অবিবাহিত নারীরা গৃহস্থালি কাজে সময় দেন দিনে ২ ঘণ্টা ১৮ মিনিট।

বিবিএসের জরিপ বলছে, নারী ও পুরুষ দিনে তৃতীয় সর্বোচ্চ সময় ব্যয় করেন সংস্কৃতি, অবসর ও পত্রপত্রিকা পড়া এবং খেলাধুলার পেছনে। এ জন্য দিনের ২৪ ঘণ্টার মধ্যে ২ ঘণ্টা ৩৬ মিনিট ব্যয় হয় তাঁদের। এ ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা বেশি সময় ব্যয় করেন। নারীরা দিনে ২ ঘণ্টা ৪২ মিনিট সময় ব্যয় করেন, আর পুরুষেরা করেন ২ ঘণ্টা ৩৬ মিনিট।

জরিপের তথ্য বলছে, দিনে ২৪ ঘণ্টার ১১ ঘণ্টা ৬ মিনিটই মানুষ নিজের যত্ন ও পরিচর্যায় ব্যয় করেন। নারী–পুরুষ উভয়ই সবচেয়ে কম সময় ব্যয় করেন বিনা পারিশ্রমিকের স্বেচ্ছাসেবামূলক কাজে। দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টায় এ কাজে মানুষ ব্যয় করেন মাত্র ৬ মিনিট। এর পরে সবচেয়ে কম সময় মানুষ ব্যয় করেন জ্ঞানার্জনে। নারী-পুরুষ মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ১৮ মিনিট জ্ঞানার্জনের পেছনে ব্যয় করেন।

অর্থসংবাদ/এমআই

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

কাজে লাগান পুরনো টুথব্রাশ
খরচ কমাতে বছরের শুরু থেকেই করুন এই ৫ অভ্যাস
শীতে যে ৪ খাবার বাদ দেবেন না
উৎসবে বাজি-পটকা কতটা ক্ষতিকর?
শীতে কোন সময় গোসল করলে শরীর থাকবে সুস্থ?
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
কাঠবাদামের তেল কতটা উপকারী?
সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই দূর হবে খুশকি
সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়
জাল নোট চেনার সাত উপায়